সবুজ পাতার ফাক দিয়ে ভোরের আলোর রেখা, সে যেন কোন পটশিল্পীর তুলি দিয়ে আকা, আলোর রেখা প্রশ্ন করে শিল্পীর কানে কানে, তার এত কথা কি করে কিভাবে সেই শিল্পী জানে।
শিল্পী নিজেও জানেনা সেকথা, নেই কোন উত্তর, শিল্পীর চোখ কি বলে সেটা, আলো রাখেনা খবর- আলো সবাইকে পথ দেখালেও, নিজে অন্ধ অতি, চিনতে পারেনা বুঝতে পারেনা তার ভাবনার জ্যোতি।
শিল্পী এখানে একটার পর আরেকটা আলো আকে, শুভ্র জোছনা, তামাটে মরু, লাল তমালের ফাকে। আজ আছে, কাল কি হবে- হারিয়ে গেলে আলো, শিল্পী যদি ভাবতো এসব- বাসত কি কেউ ভালো?
0 comments:
Post a Comment