Search on this blog

Showing posts with label বাংলা. Show all posts
Showing posts with label বাংলা. Show all posts

Monday, August 17, 2009

শ্রাবণী

শ্রাবণের ধারার মত মিষ্টতা নিয়ে,
নময়ুরীর পায়ের চঞ্চলতা নিয়ে,
নীড় হারা পাখীদের অনিশ্চয়তা নিয়ে-


শুন্যতার মধ্যে হারিয়ে না গিয়ে,
গ্ন ইচ্ছা বুকের মধ্যে লুকিয়ে,
ক্ষিণের খোলা হাওয়ায় গা ভাসিয়ে,
ঙ্গীন ভবিষ্যতের কথা ভেবে-
শিক্ত চোখ হাসি দিয়ে ঢেকে,
নীরবে বলে যাও কত কথা।


দাওনি তবু হারিয়ে যেতে নিজেকে-
ব কিছু আনিশ্চয়তার ফাকে।

Read full history - শ্রাবণী

Monday, April 6, 2009

শুধু তোমার জন্য

মেঠো বাতাস, সবুজ আকাশ, হাস্নাহুনা ফুলের গন্ধ,
আসীম দুঃখ, অসীম সুখ, প্রথম পাওয়ার আনন্দ,
সবকিছু ভুলে সবকিছু ছেড়ে ভোকাট্টা হতে পারি,
হতে পারি শহুরে, হতে পারি গ্রামীন, হতে পারি আমি বন্য,
তোমার জন্য, তোমার জন্য, শুধুই তোমার জন্য।
Read full history - শুধু তোমার জন্য

Monday, March 30, 2009

সব ছেলেরাই hypocrite

এটা লিখছি আমার চিন্তা ভাবনা থেকে, আমার বন্ধুদের দেখে (হা, আমার কিছু ছেলে বন্ধুও আছে), তাদের মনভাব বুঝে। আরো একবার এটা লেখার কারন বলে দিই, আনেক মেয়েই আমায় বলে আমি নাকি male chauvinist, তো সেটাকেও মিথ্যা প্রমান করার দরকার আছে।

ছেলেরা কিছুটা পাল্টেছে আগের থেকে? মানে দশ বছর আগের থেকে, উত্তর হল হা, তারা নিজেদের বউ কে অন্যদের সামনে কিছুটা খোলামেলা দেখতে আপত্তি করেনা, কিন্তু ব্যাস ওই টুকুই। ছেলেরা, তাদের বউ, বান্ধবী এবং প্রেমিকার কে বিভিন্ন রকম ভাবে দেখাতে চায় অন্যদের কাছে, যদি ও নিজে একি ভাবে দেখে। একটা উদাহরণ দিচ্ছি, অফিসে TT খেলা চলছে, না কোন match নয়, একটি ছেলে ও একটি মেয়ে খেলছ, দুজনেই আমার বন্ধু, TT বল নিচে পড়েছে, তো মেয়েটি ঝুকে বল তুলতে গেল, ঝোকার জন্য তার বুকের কিছুটা অংশ বেরিয়ে এসছিল এবং ছেলেটি, সেই দিকেই তাকিয়ে ছিল। কোন মেয়ে একটু খোলামেলা কোন কাপড় পরে এলে ওই ছেলেটিই সবার আগে প্রশংসায় ভরিয়ে দেয়, কিন্তু তার সঙ্গে আলোচনা করে জানলাম, তার বউ কে চুরিদার ছাড়া কিছু পরতে দেবে না।

গল্প করতে করতে মেয়েদের পিঠে হাত দেওয়া টা নতুন ব্যাপার নয়, মেয়েরাও সেটাতে কিছু মনে করে না। কিন্তু আসলে ছেলেরা পিঠে হাত দেয় বন্ধুতের জন্য নয়, আমি দেখেছি, ছেলেরা ঠিক সেখানেই হাত দেয় যেখানে bra strap থাকে, আর কেউ যদি বলে আমার মনেই পাপ এরকম কিছুই নয়, ও আমার খুব ভালো বন্ধু, তাহলে আমি বলি মশাই, যখন, আপনার বউ বা প্রেমিকার পিঠে কেউ হাত দেয় তখন ওইরকম ট্যারা চোখে কেন তাকিয়ে থাকেন?
Read full history - সব ছেলেরাই hypocrite

Thursday, March 26, 2009

মনের কথা

এখন কথা হচ্ছে যে কাউকে তুমি কিছু করতে জোর করতে পারনা। কিন্তু যদি জোর করানর ক্ষেত্রে মেয়েদের জুড়ি মেলা ভার। আমি বহুদিন আগে একটা পোস্ট করেছিলাম এখানে "একটা জটিল চরিত্র" বলে, সেখানে আমি নারী দের সম্বন্ধে কিছু কথা বলেছি, কিন্তু অনেক বাকী থেকে গেছে। আর সেখানে জা কমেন্ট পেয়েছি বিশেষ করে মহিলা মহল থেকে তাতে একটি ব্যাপার এ আমি নিশ্চিত যে কথা গুলো কিছু মাত্র ভুল নয়। তবে আমি কিন্তু একদম ই পুরুষ বাদী নই, আসলে পুরুষবাদী বলে কিছু হয় না, নারীবাদী হয়। সব মেয়েরাই নারীবাদী আর কিছু ছেলে নারীবাদী নয়, আর বিবাহিত পুরুষ হলে তো কথাই নেই, বৌ, শালী দের পাল্লায় পড়ে তারাও নারী বাদী থেকে নারী পুজারী হয়ে জায়, আমার কাছে উদাহরণ আছে কিন্তু এখানে লিখলাম না।
একজন জিগ্যাসা করল তুমি এত নারী বিদবেষী কেন? আমি আসলে নারী বিদবেষী নই, আমি নারী দের ভয় পাই। আমি নারী দের নিয়ে কবিতা, গল্প, রম্যরচনা লিখতে ভালবাসি কিন্তু ভয় পাই যে ওরা বুঝে গেলেই তো কেল্লা ফতে, আজ আমি শ্রাবণী কে নিয়ে লিখছি, অনেক কিছু লুকিয়ে, ও যদি জানতে পারে তাহলে, ওকি কখন আমার সাথে সেভাবে মিশতে পারবে, এখন যে ভাবে মেশে? আমি জানি পারবে না, সব মেয়েই একটা গোপণীয়তা বজায় রাখতে চায়, হতে চায় রহস্য, সে যদি জেনে জায় আমি এত কিছু ওর সম্বন্ধে জানি তাহলে আমার খেল খতম, আমার যে আরো অনেক কিছু জানার বাকী আছে, বিশেষ করে গল্পের শেষ টা, আস্ল জীবনে তো গল্প শেষ হয়েই গেছে, কিন্তু কেন ও কিভাবে সেটা এখনও আমার জানা বাকী আছে।

- তুমি কোনদিন কাউকে ভালবাস নি?
- হা বেসেছি আর ঠকেছি, আর চাইনা আমার জীবনে ভালবাসা আসুক, আমি আগে অনেক নরম ছিলাম, এখন একটু বেশিই কঠিন।
Read full history - মনের কথা

Wednesday, March 25, 2009

28th July 2008 shishir mancha joy goswami sandhya

Read full history - 28th July 2008 shishir mancha joy goswami sandhya

Ki Ghor Banaiche Dekho Saheb Company

Read full history - Ki Ghor Banaiche Dekho Saheb Company

Poem "Rabi Hara"by Kazi Nazrul Islam's own voice

Read full history - Poem "Rabi Hara"by Kazi Nazrul Islam's own voice

Banolota Sen

Read full history - Banolota Sen

Friday, March 20, 2009

কিছুই কল্পনা নয়

জানিনা কেন করছি, জানিনা কি করছি তবে কিছু করতে হবে ভেবেই যে করছি তা কিন্তু নয়। আমাকে আমার এক বান্ধু বলেছিল কদিন আগে যে আমি নাকি খুব ভালো মানুশ চিন্তে পারি। আমি জানিনা সেটা কততা সত্য কিন্তু এটা ঠিক যে আমি অনেক দিন ধরেই ভেবেছি যে জাদের আমি চিনি তাদের জীবন কে জদি সবার সামনে তুলে ধরা জায় তাহলে প্রত্যেক টা জীবনি একটা কাহিনী হয়ে উঠবে। তবে এটা ঠিক যে সে কাহিনী হয়তো একদিনে শেষ হবেনা আর কাহিনী আগে নিয়ে জাওয়ার জন্য ধীরতা দরকার, আর দরকার কিছুটা কল্পনা।

মামলা এবং

এখানে একটা কথা চলে আসে মামলার বিষয়ে। কারোর জীবন নিয়ে লিখলেই ত হলনা বাবু অনেক কিছু জটিলতা থাকে। জ়াকে নিয়ে লিখলাম তার পছন্দ না হলে কি হবে, সে তো আমায় পেটাতে ও পারে, আবার খুব খারাপ হলে মামলাও করতে পারে।

সমাধান সুত্র

আমার বন্ধুর তো অভাব নেই তাই আমি এটাই ভাবলাম শুরু করি অবাঙ্গালী দের নিয়ে। ব্যাটারা বাংলা পরবেও না আর জানবেও না।

গুরু ফাটাফাটি...

Read full history - কিছুই কল্পনা নয়

Featured Video

Featured Article

Poems