Search on this blog

Friday, May 1, 2009

ব্ল্যাক ম্যাজিক - Black Magic

.
আপনারা সবাই আমার সাথে নিশ্চয় একমত হবেন যে ভগবানের দুনিয়ায় কোন বিচার নাই।
.
আপনি আপনার পছন্দের মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে ছাঁনি ফেলে দিবেন কিন্তু মেয়ে করবে কি? মেয়ে পাশের বাড়ীর গাবলুর সাথে গাড়ি ক’রে ঘুরবে। আপনি কাজ করতে করতে ব্রেইন পঁচিয়ে ফেলবেন, হাত ঘসতে ঘসতে হাতের রেখা উঠে যাবে, মাস শেষে আপনার হাতে কত থাকবে?—১০০৫ টাকা। সব বন্ধুরা একে একে সুন্দরী মেয়ে বিয়ে করে ফেলবে আপনি কি করবেন?–black magicআপনি ৩৪ বছর বয়েসে এক মৈনাক পর্বত বিয়ে করবেন যাকে বিয়ে করার পর বাড়িতে আত্মীয় আসা বন্ধ হয়ে যাবে!! অথবা সুন্দরী বউ বিয়ে করলেন, তিন মাসের মাথায় নেটে তার লুকানো ক্যামেরায় ভিডিও পেয়ে গেলেন!!

.
আপনি মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাট করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন বান্ধবী করবে কি?- আপনাকে অদৃশ্য রেখে দুনিয়ার যত বদ ছেলেদের সাথে চ্যাট করবে।
.
আপনি ব্লগে চরম জ্ঞানী কবিতা, গল্প, রাজনৈতিক বিশ্লেষন দিবেন কেউ কমেন্ট করবে না, যারা করবে তারা না পড়েই করবে,, কমেন্ট করবে কাদের পোষ্টে???–দুনিয়ার যত মদ খোর , গাঞ্জাখোরদের পোষ্টে!
.
এবার বলুন ভগবানের দুনিয়ায় কোন বিচার আছে??–নেই।
.
শুধুতে ভাইদের জন্য এই পোষ্ট তা নয়!! তাদের বোনদের প্রতিও আমার রয়েছে অসীম মমতা।
.
তারাও মাঝে মাঝে ভাবেন ভগবানের দুনিয়ায় কোন বিচার নাই। যেমন, আপনি সারাদিন শাশুড়ীর সেবা করবেন, শাশুড়ী কি করবে? প্যান প্যান ভ্যান ভ্যান করতেই থাকবে! আপনি শাশুড়ির নামে জামাইকে বিচার দিবেন, জামাই কি করবে? মায়ের কথা শুনে আপনাকে উল্টো গালি দেবে।
.
আপনি মন প্রান উজার করে হাজব্যান্ডকে ভালোবাসবেন, সে কি করবে? কলিগের বাসায় তাস খেলার নামে অন্য জায়গা থেকে ঘুরে আসবে, রাতে তার শার্টে অন্য মেয়ের চুল পাওয়া যাবে।
.
আপনি তিন ঘন্টা লাগিয়ে সাজবেন আপনাকে কেমন দেখাবে? –ভুতের মত। রাস্তায় বান্ধবী সহ হাঁটছেন, সব ছেলেরা বান্ধবীর দিকে তাকাচ্ছে! কেউ আপনার দিকে তাকাচ্ছে না!!!
.
এখন বলুন দুনিয়ায় কোন বিচার আছে?–নেই।
.

তাহলে কি আমরা হাল ছেড়ে দেবো?-কাভি নেহি!! আমরা ডিজিটাল বোকা****! হাল ছেড়ে দেয়া কাকে বলে সেটা আমরা শিখিনি। কিন্তু হাল কই? ধরবোই কি আর ছাড়বোই কি? হালই তো পাচ্ছি না!! সেই সব হালের সন্ধান দিতে আমার এবারের সিরিজ ব্ল্যাক ম্যাজিক। কম্পিউটারে যেমন ভাইরাস দিয়ে হ্যাকাররা কাজ হাসিল করে, আমরাও এভাবে ব্ল্যাক ম্যাজিক দিয়ে সব সমস্যার সমাধান করবো।
.
এই পোষ্ট পড়ার পর আপনি যে সব ক্ষমতার অধিকারী হবেন:
.
১) বান্ধবী যে ছেলের সাথে গাড়িতে ঘুরবে, তার গাড়ির বারোটা বেজে যাবে, একদিন টায়ার পানচার, অন্যদিন স্পার্ক প্লাগ ময়লা, পরের দিন কার্বোরেটর জ্যাম। তার পরও যদি আপনার বান্ধবী ঐ ছেলের সাথে ঘুরে তাহলে ফাইনাল টোটকা!! রাস্তায় ঐ ছেলের মারাত্নক বাথরুম পাবে!! যেখানে আশে পাশে ২০ মাইলের মধ্যে কোন টয়লেট নেই!!
.
২) আপনার বান্ধবী যে ছেলের সাথে চ্যাট করবে নেটে, সেই ছেলের কম্পিউটার প্রতি ৩ মিনিটে একবার ইন্টারনেট ডিসকানেক্টেড হবে!!
৩) মন্ত্র পড়ে শাশুড়িকে ফু দিবেন শাশুড়ীর কথা বন্ধ।
৪) হাজব্যান্ড বাইরে যাবার সময় মুখে একটা ফু দেবেন অন্য মেয়ের লিপস্টিক তার কাছে বিষ হয়ে যাবে!!
৫) যারা পোষ্টে কমেন্ট পাচ্ছেন না, তারা হাজারে হাজারে কমেন্ট পাবেন!! সাথে তারাও পাবেন!!
ইত্যাদি, ইত্যাদি।
.
.

সতর্কীকরন:
আভিনব বাসুকে ব্ল্যাক ম্যাজিক করতে যাবেন না, তিনি কালো জাদুতে পোষ্ট ডক্টরেট, আপনার জাদু তারা কোৎ করে গিলে ফেলবে। উল্ল্টে আপনার বদ হজম হবে!! ম্যাজিক বাউন্স করবে!!! গাড়ু নিয়ে তখন দৌড়াতে হবে!!
.

.
প্রথম ব্ল্যাক ম্যাজিক ভাইদের জন্য:
.
আপনার পছন্দের মেয়ে আপনাকে দেখতে পারে না, ঐ দিন জুতা নিয়ে তাড়া কেরেছিলো, পেটমোটা বোকাচোদার সাথে ঘুরে বেড়ায়, রাস্তায় প্রায় তাদের চটপটি খেতে দেখা যায়, আপনি কয়েকদিন রাগের চোটে নিজর হাতে ব্লেড দিয়ে মেয়ের নাম লিখেছেন, রক্ত দিয়ে চিঠি লিখেছেন কিন্তু মেয়ে এটা ছাগলের রক্ত বলে অবিশ্বাস করছে। এখন আপনি নেংটি পড়ে বনবাস যাওয়ার প্ল্যান করছেন::
আপনার জন্য করনীয়।
.
“”"” ঐ মেয়ের একটা ফটো জোগার করবেন, সেটাতে রসূন দিয়ে একটা ক্রস আকবেন. তারপর ফটোর উপর কয়েক ফোটা মধূ ফেলবেন (এটা মেয়ের মানসিক কষ্ট দূর করতে সাহায্য করবে) তারপর ছবিটি একটা গাছের নিচে পুতেঁ রাখবেন!”"”"”"”"”ফুলের টব হলে হবে না, বড় গাছ হতে হবে।
.
আশা করা যায় ঐ মেয়ের প্রেম ভেঙ্গে যাবে। আজ এই টুকুই, নেক্সট পোষ্টে পাবেন কিভাবে ঐ মেয়েকে আপনার প্রেমে ফেলবেন।

0 comments:

Post a Comment

Featured Video

Featured Article

Poems